Call

এমন হওয়ার কারণ হয়ত শারীরিক দুর্বলতা বা অপর্যাপ্ত ঘুম বা অলসতার কারণ। আপনি রাত ১০-১১ টার ভিতরে ঘুমাতে যান। প্রতিদিন পুষ্টিকর খাবার আর পর্যাপ্ত পরিমানে পানি পান করুন। আর হামদর্দ কম্পানির রুহ আফজা খেতে পারেন। সেবনবিধিঃ এক গ্লাস পানিতে ৩ টেবিল চামচ রুহ আফজা মিশালে চমৎকার শরবত তৈরি হয়। ‍রুহ আফজা শরবতে লেবু মিশিয়ে নিলে আরও তৃপ্তিদায়ক হয়। রুহ আফজা মিল্বসেক, আইসক্রীম, লাচ্ছি, ফালুদা, ফিরনি, ফলের সালাদের সঙ্গে মিশালে আরও সুস্বাদু হয়। তাই রুহ আফজা সেবন করুন, সুস্থ থাকুন। আশাকরি শারীরিক দুর্বলতা ও অলসতা কেটে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ