Shisir

Call

সেনাবাহিনীতে মেজর হওয়া সম্পূর্ণ কার্যক্রমের উপর নির্ভর করে । ব্যক্তির পারফরমেন্স কেমন, তিনি পদন্নোতির যোগ্য কি না এইসব বিবেচনা করে কাউকে পদোন্নতি দেওয়া হয় । সেক্ষেত্রে উক্ত ব্যক্তির কার্যক্রম হয়তো আশানরূপ ছিল না যার কারণে উনার মেজর হতে এত দেরি লেগেছে । আমার এক নানা ক্যাপ্টেন পদে ঢুকছিল । ৮ বছরে তিনি মেজর পদ পেরিয়ে বর্তমানে লেফটেন্যান্ট কর্ণেল পদে আছেন । অতএব, উচ্চ র্যাঙ্ক পাওয়া সম্পূর্ণ কার্যক্রমের উপর নির্ভর করে । এক্ষেত্রে সার্টিফিকেটও কোনো ফ্যাক্ট না । আর লেফটেন্যাট পদটা অফিসার পদগুলার শুরুর দিকে । যার কারণে উনার মেজর হতে আরও বেশি দিন লেগেছে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ