জুতায় কোনো মল বা পায়খানা লাগলে গোসল করতে হবে???শরীর কি তখন নাপাক হয়ে যায়??
শেয়ার করুন বন্ধুর সাথে
Habib96

Call

জুতায় পায়খানা/মল লাগলে গোসল করা আবশ্যক নয়৷ আর এতে শরীর নাপাক হয় না৷ তবে জুতার যে অংশে নাপাক লেগেছে তা ধুয়ে ফেলতে হবে৷ আর জুতা যদি বার্মিজ জাতীয় হয় অর্থাৎ যা কোন কিছু শোষন করে না, তাহেল মাটিতে ঘষা দিয়ে নাপাকি পূর্ণরুপে দূর করে ফেললেও জুতা পবিত্র হয়ে যাবে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

জুতায় কোনো মল বা পায়খানা লাগলে গোসল করতে হবে না। এবং শরীর নাপাক হয়েও যাবে না। কেবলমাত্র স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে। বীর্যপাত হলেই গোসল ফরজ হয়। নারী-পুরুষ মিলনে এই সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক। এক্ষেত্রে গোসল করতে হবে। মেয়েদের হায়েয-নিফাস শেষ হলে। ইসলাম গ্রহন করলে অর্থাৎ নব-মুসলিম হলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ