পায়খানা সারার পর,পানি খরচ করার সময় পায়খানা হাতে লাগলে কি নাপাক হয়ে যাবো??
শেয়ার করুন বন্ধুর সাথে
HMMOBAROKBD

Call

না!নাপাক হবেন না৷  এটা স্বাভাবিক যে,পানি খরচ করার সময়/পায়খানা থেকে পবিত্র হওয়ার সময়, ঐসব ময়লা আপনার হাতে লাগতে পারে!তবে আপনাকে অবশ্যই পানি খরচ এর সময় হাতও ধোয়ে ফেলতে হবে৷ যদি পানি খরচ এর পরও ময়লা হাতে লেগে থাকে তা নাপাক হবে!তা ধৌত করা পর্যন্ত আপনার জন্য নামাজও অন্যান্য ইবাদত জায়েজ নেই৷         

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Habib hasan

Call

হাদিসে আছে ,এস্তেঞ্জা করার পর ডিলা ব্যবহার করার ব্যাপারে। অর্থাৎ পায়খানা সারার পর প্রথমে ডিলা অতঃপর পানি ব্যবহার করলে সর্বোচ্চ পবিত্রতা অর্জন হয়। ডিলা ব্যবহার  করলে ময়লা  হাতে লাগার সম্ভাবনা থাকে না।         

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ