লাস্ট পিরিয়ড জুলাই এর ২-৭ তারিখ হয়। আজ আগস্ট  এর  ৮ তারিখ। কিন্তু পিরিয়ড হচ্ছেনা। গত মাসে ৮-১২ তারিখ মিলন করি। কনডম ব্যাবহার করেছিলাম। এখন কোনো সমস্যা হয়েছে কিনা তা নিয়ে নিশ্চিত নই। দয়া করে একটু নিশ্চিত করুন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অনেক সময় কিছু কারণে পিরিয়ডের ডেট পিছিয়ে যেতে পারে|মানসিক অবসাদ, হতাশা, দুশ্চিন্তা, আয়রণ ও ক্যালসিয়ামের ঘাটতি, রক্তস্বল্পতা, এন্টিবায়োটিক সেবন প্রভূতি কারণে পিরিয়ড পিছিয়ে যেতে পারে| এজন্য টেনশন না করে আরো কয়েকদিন পিরিয়ডের জন্য অপেক্ষা করা যেতে পারে|এরপরেও পিরিয়ড না হলে পিরিয়ডের ডেট থেকে তিন সপ্তাহ পর প্রেগন্যান্সি চেক করে দেখা উচিত|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ