HMMOBAROKBD

Call

আপনি নারী হন বা পুরুষ, নিজেকে আকর্ষণীয় করে তোলার খুব সহজ এই কাজগুলো কাজ করবে অবশ্যই। আসুন তাহলে জেনে নেয়া যাক মানুষের কাছে সবচাইতে আকর্ষণীয় হয়ে ওঠার অব্যর্থ কিছু কৌশল!

★হাসি!হাসি হলো চেহারার অলংকার। পৃথিবীর সকল মানুষকেই হাসলে সুন্দর ও আকর্ষনীয় দেখায়। আর মানুষকে আকর্ষণ করার অন্যতম মাধ্যম হলো "ব্যক্তিত্বসম্পন্ন" হাসি।

★চোখে চোখ রেখে কথা বলা!কারো সাথে চোখে চোখ রেখে কথা বললে সহজেই তাকে আকর্ষণ করা যায়।চোখে চোখ রেখে কথা বললে আপনার আত্মবিশ্বাস দেখেও মুগ্ধ হবে সে।

★সবছেয়ে খেয়াল রাখবেন  যে বিষয়টি! নিজেকে পরিচ্ছন্ন রাখুন! মানুষকে আকর্ষণ করার অন্যতম একটি উপায় হলো পরিচ্ছন্ন থাকা। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন সব সময়। সুন্দর হালকা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারেন চাইলে। ★পোশাক পরিচ্ছদেও রাখুন পরিচ্ছন্নতার ছোঁয়া। পৃথিবীতে পরিপাটি সো সুসজ্জিত মানুষকে পছন্দ করেন সবাই।

★প্রানবন্ত থাকুন!মানুষের সাথে আপনার আচরণ প্রানবন্ত রাখার চেষ্টা করুন। নিজের রসবোধ, হাসি ও উচ্ছাস প্রকাশ করুন মন খুলে। আপনার মন খোলা প্রানবন্ত আচরণ! মানুষকে মুগ্ধ করে দেবে।

আর এ কৌশলগুলো অবলম্বন করে আপনি হয়ে উঠতে পারেন একজন আকর্ষণীয় মানুষ!!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ