সরাসরি বলবেন, আমি এরকম করিনি। বুঝিয়ে দেবেন। তাহলেই আর বলবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি আপনার পরিবারের সদস্যদের বোঝানোর চেষ্টা করুন।যে আপনার নামে এসব মিথ্যা কথা বলেছে, আপনি চাইলে তার নামে মান হানির মামলা করতে পারেন।তখন এটা সম্পূর্ণ আইনের দায়িত্ব সত্যিটা খুজে বের করা।পরবর্তীতে যদি আপনি নির্দোশ প্রমাণিত হলে তখন আপনাকে কেউ অবিশ্বাস করবে না।আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ..

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Habib hasan

Call

আপনি যদি সত্যিই না করে থাকেন তবে আপনি আইনের   আশ্রয় নিতে পারেন। যারা রটাচ্ছে আপনার বিরুদ্ধে এসব তাদের বিরুদ্ধে মানহানীর মামলা করতে পারেন।      

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HMMOBAROKBD

Call

সর্বপ্রথম যে এসব কথা বলে বেড়াচ্ছে তার অভিবাকের কাছে যান,এবং তাদের বুঝান যে,আপনি নির্দোষ এবং আপনার ব্যাপারে তার এমন কথা রটানোর কোন কারণ থাকলে খুলে বলুন!যেমন-পূর্ব শত্রুতা! তারপর--গ্রামের এমন এক গুরুজন/সর্বশ্রদ্ধেয় ব্যাক্তিকে খুঁজুন যার কথা সবাই বিশেষত যারা এসব করছে তারা মানতে বাধ্য, এবং তার কাছে সব খুলে বলুন!আর বিশ্বস্ততা সৃষ্টি  করুন!এবং প্রয়োজনে আপনি বলুন,প্রমাণ ছাড়া এসব কথা না বলতে,আর প্রমাণ পেলে আপনাকে শাস্তি দিতে!এবং বিচার করতে!!(ঘরুয়া) এসবে না হলে -আইনের আশ্রয় নিন!মানহানীর মামলার মাধ্যমে৷  কিন্তু ---নিশ্চয় সে ও ওরা পাপী!! যদি আপনি সৎ হোন ও তারা প্রমাণ ছাড়া বলে৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ