শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আল্লাহ তায়ালা কোরআন মাজিদে সুরা বাকারার ১৪৪ নাম্বার আয়াতে বলেছেন, নিশ্চয়ই আমি তোমার আকাশের দিকে মুখ ফিরিয়ে দেখাকে লক্ষ্য করেছি, যে কিবলা তুমি পছন্দ করো, আমি তোমাকে সেদিকে ফিরে যেতে আদেশ করছি। তুমি মাসজিদুল হারামের দিকে মুখ ফিরাও এবং তোমরা যেখানেই থাকো, তারই দিকে মুখ ফিরাও। বস্তুত যাদের কিতাব দেয়া হয়েছে তাদের জানা আছে যে, কিবলার পরিবর্তন তাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রকৃতই সত্য এবং তারা যা করে মহান আল্লাহ সে সম্পর্কে মোটেই গাফিল নন। এই যে কেবলামুখী হতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, এটি কেবলার সম্মান করার জন্য। কোনোভাবেই ইমানদার ব্যক্তিদের জন্য জায়েজ নেই, কোনো আচরণের মাধ্যমে কেবলার অসম্মান ঘটাবে। যে কাজগুলো কেবলার অসম্মান ঘটায়, সে কাজগুলো করা হারাম, জায়েজ নেই। যেমন, কেবলার দিকে থুথু ফেলা, এটি রাসূল (সাঃ) নিষেধ করেছেন। এর মাধ্যমে অসম্মান হয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ