RushaIslam

Call

এই সমস্যাটি অনেক কারণেই হতে পারে। বেশি সম্ভাবনা আছে পানিশূন্যতা হবার। শরীর যখন অতিরিক্ত ফ্লুইড হারায় তখনই এই সমস্যাটি হতেপারে।এছাড়া হজমে সমস্যা,পাকস্থলির সংক্রমণ এর কারণেও হতেপারে।অল্প পরিমাণে পানি, স্পর্ট ড্রিংক্স, বিশুদ্ধ লিকুইড পান করুন, রুটি বা পাউরুটি, বিস্কুট এর মত হালকা, সহজপাচ্য খাবার গ্রহণ করুন। সহজে হজম হয় না এমন খাবার পরিহার করুন।লেবুর শরবত খাবেন কমপক্ষে ২ গ্লাস (ভরপেট খাবারের পর খেলে উত্তম)।পুষ্টিকর খাবার খাবেন,ভাজাপোড়া এড়িয়ে চলুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার পেটে গুড়ো কৃমি হয়েছে . অনেক দিন ধরে হয়তো কৃমির ওষুধ খাননি, ওষুধ নিয়ে খান .

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার গ্যাস্ট্রিক জনিত সমস্যার কারনে এরকম হতে পারে।আপনার কি খাওয়ার অরুচি, শুধু সকালেই এরকম হয় নাকি অন্য সময় ও। এমতাবস্থায় আপনার উচিত ভাজাপোড়া খাবার না খাওয়া,বেশি বেশি পানি পান করা,আর হ্যা আপনার বয়স যদি ১৬+ হয় তাহলে (এসিফিক্স ২০+অমিডন ১+০+১,মিনিমাম ১ সপ্তাহ)খাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ