P বস্তুটির ভর =10kg; Q বস্তুটির ভর=20kg; P ও Q বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 20m. P ও Q বস্তুদ্বয়কে যদি চাঁদে নিয়ে গিয়ে একই দূরত্বে রাখা হয় তবে তাদের মধ্যকার আকর্ষণ বল কত হবে???? 


(অষ্টম শ্রেণীর বই থেকে)

সঠিক সমাধান করে দিন....


শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

ধরি,  P বস্তুর ভর m1 =10kg  Q বস্তুর ভর m2 =20kg  মধ্যবতী দুরত্ব r =20m  মহাকর্ষীয় ধ্রুবক G =6.67*10-11Nm2kg-2  অতএব, আকর্ষণ বল F  =(Gm1m2)/(r2)  =(6.67*10-11*10*20)/(202)N  =3.335*10-11N [Ans]  আকর্ষণ বল বা মহাকর্ষ বল কোনো স্থানের উপর নির্ভর করে না। তাই যেখানেই বস্তুদুটিকে নেওয়া হোক না কেন, আকর্ষণ বল বা মহাকর্ষ বল একই থাকবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Bony Yamin

Call

এই ক্ষেত্রে। F=Gm1m2/d² সূত্রের মধ্যে জি এর মানের কোনো পরিবর্তন আসবে না। কারণ এটি সার্বজনীন ধ্রুবক। তাই চাদেও জি এর মান হবে G=6.67428*10–¹¹ এখন দেওয়া আছে, P=m1=10kg, Q=m2=20kg এবং এদের মধ্যবর্তী দূরত্ব d=20m  আমরা জানি, F=Gm1m2/d²= 6.67428*10–¹¹*10*20/20²=1.334*10–9 (Ans)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার প্রশ্নের উত্তর হলোঃimage

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ