২০১৯ JSC পরীক্ষার শেষ প্রস্তুতির জন্য কোন টেস্ট পেপার গুলো বেশি গুরুত্বপূর্ণ????? Plz কেউ একটু তাড়াতাড়ি লিখুন।
Share with your friends
Call

গাইড পড়ে কখনো ভালো রেজাল্ট করা যায় না,,,ভালো রেজাল্ট করতে হলে মূল বই ভাল করে আয়ত্ত করতে হবে,মূল বইয়ের বাইরে JSC তে কখনো কোনো প্রশ্ন হবে না।জেএসসি পরীক্ষার জন্য গাইড পড়ার থেকে সবচেয়ে ভালো হয় যদি মূল বই ভালোভাবে পড়া যায়।মূল বই পড়লে রেজাল্টও আশানুরুপ করা যাবে।   তবে গাইড বইয়ের সহায়তায় অনেক কিছু অনুশীলন করা যায়। যেহেতু "practice makes a man perfect",তাই গাইড বইও অনেক সহায়ক;তবে মূল বইয়ের চেয়ে বেশি নয়। যাইহোক,আমিও একজন অষ্টম শ্রেণীর ছাত্রী।সে হিসেবে আপনাকে কিছু পরামর্শ দিচ্ছি- অনুশীলনের জন্য লেকচার/অনুপম বেশি ভালো হবে।  বাংলা ব্যাকরণ এর জন্য ভাষা বিকাশ বা অ্যাডভান্সড।  English model test: Advance / Everyday গাইড টা বেশির ভাল হবে।আবার বলতে গেলে,"নবদূত"ও ইংরেজির জন্য খুব ভালো। গণিতের জন্য আপনি অনুপম Made Easy ওকিনতে পারেন।আমার মতে গণিতে জন্য অনুপম ভালো।আপনি অনুপম প্রকাশনীর যেকোনো math suplimant কিনতে পারেন।আমি সামনে কিনব।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার উচিত পাঠ্য বই পড়া।তবে আপনি চাইলে নবদূত,লেকচার, অনুপম এই গাইডগুলো ব্যবহার করতে পারেন।আর আপনি লেকচার পাবলিকেশনের গণিতের সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন আমি নিজেও ব্যবহার করি।everyday ও কিনতে পারেন ইংলিশের জন্য ভালো হবে।আর একটা কথা আমি ভালো ভাবে পাঠ্যবই অনুশীলন করুন  

Talk Doctor Online in Bissoy App