আমি চার মাস হলো আইটেল মোবাইল মার্কেট থেকে কিনে এনেছি,সেটি একটি অ্যনড্রয়েড মোবাইল নাম আইটেল এ৩৩*এই মোবাইলটার কিছু অংশ টাচ করলে কাজ করে না*কোথাও ভাঙেনি*মোবাইলটার গ্যারান্টি ওয়েরান্টি কার্ড সব গুলোয় আছে*এই মোবাইলটা কাস্টমার কেয়ারে নিয়ে গেলে তারাকি ঠিক করে দেবে? মোবাইলটির টাচ এ সমস্যা কোথাও কিন্তু ভাঙেনি
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার ভাষ্যমতে আপনাআপনি ভাবেই মোবাইলটির টাচ সমস্যা করতেছে । যদি তাই হয় কিংবা যদি কোনভাবে প্রেসার বা চাপ খেয়ে এমন সমস্যা না হয়ে থাকে তবে কাস্টোমার সার্ভিস সেন্টারে নিয়ে গেলে অবশ্যই ঠিক করে দিবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ফোনের গ্যারান্টি/ওয়ারেন্টি থাকা অবস্থায় শুধুমাত্র কারিগরি ত্রুটির জন্য যে কোন সমস্যা দেখা দেওয়ার কারণে ফোনের কাস্টমার কেয়ারে নিয়ে গেলে ফ্রি তে ঠিক করে দেবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ