• পানি শোষণ ও  খনিজ লবণ শোষণের মধ্যে পার্থক্য দিন??3-5 টি ও পয়েন্ট আকারে দিবেন।
  • রাসায়নিক বিক্রিয়া অধ্যায় 
  • সংযোজন বিক্রিয়া ও বিযোজন বিক্রিয়া এর মধ্যে পার্থক্য দিন??4-5 টি ও পয়েন্ট আকারে দিবেন।।

একটি প্রশ্নের উত্তর পারলে একটি প্রশ্নের উত্তর দিবেন।


Share with your friends

সংযোজন এবং বিয়োজন বিক্রিয়া এর পার্থক্য সমুহঃ


সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া
১) যে সকল বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করাকে সংযোজন বিক্রিয়া বলে। ১)যে সকল বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে একটি যৌগ ভেঙ্গে একাধিক যৌগ উৎপন্ন করে তাকে বিয়োজন বিক্রিয়া বলে।
২) এটি একটি তাপদায়ী বিক্রিয়া। ২) এটি একটি তাপশোষী বিক্রিয়া।
৩) সংযোজন বিক্রিয়ায় উৎপাদকের সংখ্যা ২ বা ততোধিক।  ৩) বিয়োজন বিক্রিয়ায় উৎপাদকের সংখ্যা কেবল মাত্র একটি। 
৪) উদাহরনঃ  2Mg + O₂ ---> 2MgO ৪) উদাহরনঃ CaCO₃ ===> CaO + CO₂



Talk Doctor Online in Bissoy App
Rubidium

Call

পানি শোষণ হয় মূলরোম অঞ্চল দিয়ে।আর খনিজ লবণ শোষণ হয় মূলত্র অঞ্চল দিয়ে।পানি শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়না।আর লবণ শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়।পানি শোষণ হয় অভিস্রবণ প্রক্রিয়ায়।আর লবণ শোষণ হয় ব্যাপন প্রক্রিয়ায়। 1.সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল বিক্রিয়া করে একটি যৌগ তৈরি করে।আর বিয়োজন বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে গিয়ে দুই বা ততোধিক মৌল তৈরি হয়।2.সংযোজনে যৌগসমূহের সংযুতি ঘটে।আর বিয়োজনে বিভাজন ঘটে।3.সংযোজনে তাপের শোষণ ঘটে।আর বিয়োজন বিক্রিয়ায় তাপ প্রয়োগ করতে হয়।

Talk Doctor Online in Bissoy App