আমার আম্মু gp সিম ব্যবহার করে।

আম্মু 48 টাকায় 3 দিনের জন্য 2 GB এই MB প্যাকটি কিনে।


আমি YouTube থেকে কোন ভিডিও বেশি সময় ধরে দেখি,কিন্তু  data off নিচের ছবির মতো সো করে(উদাহরণ স্বরূপ দিলাম)।অর্থাৎ আমাকে সো করেছে যে,MB গিয়েছে 0.17 MB কিন্তু এরপরে আমি যখন *121*1*4# এই কোড ডায়াল করে দেখি তখন দেখা যায় যে,আমার 300 MB গিয়েছে অর্থাৎ কাটা হয়েছে।


এরকম কেন হয়?????আম্মুর কত MB গিয়েছে তা সঠিক করে কেন সো করা হয় না?????এটা ঠিক করার উপায় বলুন?????

image


Share with your friends

ভাই জিপি সীমে এরকম করে। এর জন্য আপনি internet speed meter lite ব্যবাহার করতে পারেন ।  এতে আপনি ঠিক কত টুকু ইন্টারনেট ব্যবহার করেছেন তা দেকতে পারবেন। Play Store থেকে ইন্সটল করেন 

Talk Doctor Online in Bissoy App