প্রসাবের বেগ পায় কিন্তু প্রসাব করতে গেলে পুরোটা ঽয় না।কিছুসময় পর আবার লাগে।।।কেন এমন হয় বলবেন।। 
Share with your friends
RushaIslam

Call

আপনার সমস্যাটি প্রাথমিকভাবে আমি মনে করছি ইউরিন ইনফেকশন থেকেই হচ্ছে। সাধারণত নানান ধরণের ব্যাকটেরিয়া যেমন  সিউডোমোনাস,ই কোলাই,  এন্টারোকক্কাস ইত্যাদি ব্যাক্টেরিয়ার সংক্রমণের জন্য এটি হতে পারে।এছাড়া প্রস্টেট গ্ল্যান্ড এ সমস্যা,পিত্তথলীর পাথরের ফলেও এসব হতে পারে। তবে ইনফেকশন এর সম্ভাবনা অধিক। দেরি না করে চিকিৎসক এর পরামর্শ নিন এবং প্রচুর তরল পান করুন।প্রস্রাবের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।আধা চামচ বেকিং সোডা এক গ্লাস পানিতে ভাল করে মিশিয়ে দিনে একবার করে খাবেন। ডাবের পানি পান করুন বেশিবেশি।।

Talk Doctor Online in Bissoy App