এইডস হলে এর লক্ষনগুলোকি সব একসাথে প্রকাশ পায় নাকি একের পর এক প্রকাশ পায়???  আর লক্ষনগুলো সবই প্রকাশ পায় নাকি দুএকটা প্রকাশ পায়না???


শেয়ার করুন বন্ধুর সাথে
Faridkhan

Call

লক্ষণ গুলো ধীরে ধীরে প্রকাশ পায় ।একসাথে প্রকাশ পায় না ।একটা একটা করে ।  এর জন্য উত্তম আপনি HIV test করেন । তাহলে নিশ্চিত হতে পারবে AIDS/HIV হয়েছে কিনা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

এটি শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। সাধারণত একজন মানুষের শরীরে হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস প্রবেশের কমপক্ষে ৯০ দিন পর সেই ব্যক্তির মধ্যে এই রোগের লক্ষণ প্রকাশ শুরু করে যা প্রথম সপ্তাহে প্রকট না হলেও ২য় কিংবা ৩য় সপ্তাহে প্রকট হয় বলেই ধারণা করা  হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আক্রান্ত হওয়ার দু-তিন মাস পর থেকে ধীরে ধীরে সব লক্ষণই প্রকাশ পায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ