শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

আমরা সকলেই জানি যে,পাকস্থলীর প্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিকগ্রন্থি থাকে।এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রস খাদ্য পরিপাকে সহায়তা করে।পেরিসস্ট্যালসিস অর্থাৎ পাকস্থলীর পেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তুকে পিষে মন্ডে পরিণত করে।পাকস্থলীতে খাদ্য আসার পর অন্তঃপ্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়।পাকস্থলীতে খাদ্যদ্রব্য পৌঁছানো মাত্র হাইড্রোক্লোরিক এসিড এবং পেপসিন নিঃসৃত হয়। পাকস্থলীর অনবরত সংকোচন ও প্রসারণ এবং এনজাইমের ক্রিয়ার ফলে খাদ্যমিশ্র মন্ডে পরিণত হয়।কিন্তু এখানেই ঘটে মূল ব্যাঘাত।  কোনো কারণে যদি যদি পাকস্থালীর এই এনজাইম গুলি ক্রিয়া করতে না পারে কিংবা খাদ্য উপাদানের কোনো সমস্যা থাকার কারনে পাকস্থলীর অনবরত সংকোচন প্রসারণ ক্রিয়া ব্যাহত হয় তাহলেই আমাদের পেটে মোচড় দেয়। এটাই হল মূল কথা। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ