8ম শ্রেণীর বইয়ের ষষ্ঠ অধ্যায়টি হলো:"বাংলাদেশের অর্থনীতি"


এই অধ্যায়টির একটি topic হলো"বাংলাদেশের রপ্তানি আয়ে বিভিন্ন খাতের অবদান"

Topic টিতে বিভিন্ন খাতের আয়/প্রবৃদ্ধির হার এগুলো দেওয়া আছে।

তো এখন আমি কিছু tips/উপায় চাইছি কিভাবে আমি টাকার হিসাবগুলো সহজে মনে রাখতে পারি?????আমাকে কিছু tips দেন,,,,,,,,,

আমি নিচে topic টির ছবি দিচ্ছি,প্লিজ কিছু tipsদিন??????image image


Share with your friends
RushaIslam

Call

এগুলি এভাবেই মনে রাখতে হয় ভাইয়া।  বিসিএস এর জন্য আমিও ইতিহাসের সাল নিয়ে মহা বিপদে পড়েছিলাম। তবে সমাধান পেয়েছিলাম। আপনি একটা কাজ করুন। সাল এবং বিভিন্ন খাতের আয়/প্রবৃদ্ধির হার একত্রে করে কবিতা আকারে লিখে ফেলুন। যেমন প্রথম ছবির (গ) নাম্বার টি লক্ষ করুন, এটি আপনি এভাবে কবিতার আকারে লিখতে পারেন " ১২-১৩ বার শিল্প করার জন্য আমি ১৯ বার হোচট খেয়ে ৫৪ বারের বেলা সফল হয়েছি"। এইভাবে বাকিগুলি নোট করে ফেলুন। অনেক সহজেই আপনি মুখস্থ করতে পারবেন,মনেও থাকবে সহজে।

Talk Doctor Online in Bissoy App