MDSourov

Call

আমরা যদিও জানি পুদিনা সিরাপ সেবনে কোনো পার্শপ্রতিক্রিয়া নাই।

তবুও এই ধরনের সিরাপ অতিরিক্ত না খাওয়াই উত্তম।

আপনি ১-২ টি ফাইল খেয়ে আর খাবেন না।

পর্যাপ্ত পানি পান করুন, টেনশন মুক্ত থাকুন, পর্যাপ্ত ঘুমান, পুষ্টিকর খাবার খান। 

হালকা ব্যায়াম করুন, প্রয়োজনে হামদর্দ কম্পানির সিনকারা সিরাপটি সেবন করতে পারেন। 

বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঔষধ সেবন না করাই উত্তম।

আপনি আমার এই কথাগুলো মেনে দেখেন, আশা করি কোনো সমস্যা হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

এই ওষুধ খাওয়ার পর প্রথমদিন থেকেই প্রচুর ক্ষুধা বাড়ে রোগীর স্বাস্থ্য ভালো হতে থাকে , মুখ ফুলে যায় , পেট ফুলে যায় । রোগী মনে করে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে । আস্তে আস্তে আবার স্থাস্থ্য কমতে থাকে ও খারাপ প্রতিক্রিয়া শুরু হয় । শরিরে পানি জমে যায় , মুখে ব্রন ওঠে , ফুসফুসে পানি জমে , কিডনির নেফ্রন কাজ করেনা , নেফ্রাইটিস হয় , ফলাফল কিডনি নস্ট , এগুলো নিয়মিত সেবন করলে মৃত্যুকাল ঘনিয়ে আসবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এটা আমার বন্ধু তিন ফাইল খেয়েছিল,এতে তার পেট অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে সে এটা খাওয়া বন্ধ করে দেয়,এরপর তার খাওয়া-দাওয়ার রুচি একদম চলে যায় এবং ভয়ংকর অসুস্থ হয়ে পড়ে।।তাই এটা না খাওয়ায় ভাল।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ