Call

পূর্ণ মাথা মাসেহ করা সম্পর্কে আল্লাহ তাআলার বাণীঃ আর তোমাদের মাথা মাসেহ কর। (সূরা আল-মায়িদাঃ ৬) ‘তোমাদের মাথা মাসেহ কর’ এখানে মাথা সম্পূর্ণ মাসেহ করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অযূর পদ্ধতির যে বিবরণ পাওয়া যায় তাতে সম্পূর্ণ মাথা মাসেহ করার কথা রয়েছে। তারপর দুই হাত ভিজিয়ে মাথা মাসেহ করতেন। এ মাসেহর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাতের তালুসহ আঙ্গুল ভিজিয়ে নিয়ে উভয় হাত কপালের পার্শ্বে রেখে মাথার ওপর দিয়ে পিছনের দিকে চুলের শেষ পর্যন্ত নিয়ে যেতেন। আবার পিছন হতে উভয় হাত টেনে ঐ স্থানে পৌঁছাতেন যেখান হতে আরম্ভ করেছিলেন। সুতরাং মাথার এক-চতুর্থাংশ মাসাহ করা সঠিক নয়, বরং সুন্নাতী নিয়ম হল পূর্ণ মাথা মাসেহ করা। (তাফসীর ফাতহুল মাজীদ) ইমাম মালিক (রহঃ) কে জিজ্ঞেস করা হল, মাথার কিছু অংশ মাসেহ করা কি যথেষ্ট হবে? তিনি আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) এর হাদীস দলীল হিসেবে পেশ করলেন। ইয়াহইয়া আল-মাযিনী (রহঃ) হতে বর্ণিত। জনৈক ব্যক্তি আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ)-কে জিজ্ঞেস করলঃ আপনি কি আমাদেরকে দেখাতে পারেন, কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযূ করতেন? আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) বললেনঃ হ্যাঁ। অতঃপর তিনি পানি আনালেন। হাতের উপর সে পানি ঢেলে দুবার তাঁর হাত ধুলেন। তারপর কুলি করলেন এবং তিনবার নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। অতঃপর চেহারা তিনবার ধুলেন। তারপর দুহাত কনুই পর্যন্ত দুবার করে ধুলেন। তারপর দুহাত দিয়ে মাথা মাসেহ করলেন। অর্থাৎ হাত দুটি সামনে এবং পেছনে নিলেন। মাথার সম্মুখ ভাগ থেকে শুরু করে উভয় হাত পেছনের চুলের শেষ প্রান্ত পর্যন্ত নিলেন। তারপর আবার যেখান থেকে শুরু করেছিলেন, সেখানেই ফিরিয়ে আনলেন। তারপর দুই পা ধুলেন। (সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ১৮৫) একবার মাথা মাসেহ করা করা সম্পর্কেঃ কুতায়বা (রহঃ) রুবায়্যি বিনত মুআববিয ইবনু আফরা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অযূ করতে দেখেছেন। রুবায়্যি বলেন, তিনি তাঁর মাথার সম্মুখ ভাগ ও পশ্চাৎ, কানপট্টি এবং তাঁর দুইকান একবার মাসেহ করলেন। (সূনান তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪) ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন রুবায়্যি বর্ণিত হাদিসটি হাসান এবং সহীহ। একধিক ভাবে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাথা একবার মাসেহ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ও পরবর্তী আলিমদের অধিকাংশ এই হাদিস অনুসারে মত ব্যক্ত করেছন। ইমাম জাফর ইবনু মুহাম্মাদ, সুফইয়ান ছাওরী, ইবনু মুবারাক, শাফিঈ, আহমদ এবং ইসহাক ও মাথা মাসেহ একবার করার মত পোষণ করেন। মুহাম্মদ ইবনু মুহাম্মাদ ইবনু মাসসূর (রহঃ) বলেন যে, আমি শুনেছি সুফইয়ান ইবনু উয়ায়না বলেন, আমি জা‘ফর ইবনু মুহাম্মাদকে জিজ্ঞাসা করেছিলাম, একবার মাথা মাসেহ করলে যথেষ্ট হবে কি? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর কসম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ