শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অযুতে কানের ভিতর ঘুরিয়ে মাসেহ করতে হবে। কেননা, মাথা মাসেহ করার মধ্যে কানের ভেতরের ও বাইরের উভয় অংশ শামিল। আল্লাহ তায়ালা বলেনঃ হে মুমিনগণ! যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথায় মাসেহ করবে এবং পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে। (আল-মায়েদাঃ ৬) উক্ত আয়াতে অযুর ছয়টি ফরয উল্লেখ করা হয়েছেঃ ১। সমস্ত মুখমণ্ডল ধৌত করা। ২। উভয় হাত কুনই পর্যন্ত ধৌত করা। ৩। সম্পূর্ণ মাথা মাসেহ করা। ৪। উভয় পায়ের টাখনু পর্যন্ত ধৌত করা। এছাড়াও দুইটি ফরয রয়েছেঃ ৫। ধারাবাহিকতা রক্ষা করা এবং ৬। একটি অঙ্গ ধৌত করার পর দ্বিতীয় অঙ্গ ধৌত করতে দেরি না করা এবং এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে অন্য অঙ্গ ধৌত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হুকুমটির যে ব্যাখ্যা দিয়েছেন তা থেকে জানা যায়, কুলি করা ও নাক পরিস্কার করাও মুখমণ্ডল ধোয়ার অন্তর্ভুক্ত। এ ছাড়া মুখমণ্ডল ধোয়ার কাজটি কখনোই পূর্ণতা লাভ করতে পারে না। আর কান যেহেতু মাথার একটি অংশ, তাই মাথা মাসেহ করার মধ্যে কানের ভেতরের ও বাইরের উভয় অংশও শামিল হয়ে যায়। [এ ব্যাপারে বিস্তারিত বিধি-বিধানের জন্য তাফসীরে ইবন কাসীর ও তাফসীর কুরতুবী তাফসীর আবু বকর যাকারিয়া দেখা যেতে পারে] কুতায়বা (রহঃ) রুবায়্যি বিনত মুআববিয ইবনু আফরা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অযু করতে দেখেছেন। রুবায়্যি বলেন, তিনি তার মাথার সম্মুখ ভাগ ও পশ্চাৎ,কানপট্টি এবং তার দুইকান একবার মাসেহ করলেন। (সূনান তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪ ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন রুবায়্যি বর্ণিত হাদিসটি হাসান এবং সহীহ)। কুতায়াবা (রহঃ) আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযু করার সময় তার চেহারা ও হাত তিনবার ধৌত করলেন মাথা মাসেহ করলেন। পরে বললেন, কানের সম্পর্ক মাথার সাথে। (সূনান তিরমিজী হাদিস নম্বরঃ ৩৭ হাদিসের মানঃ সহিহ)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ