দারুণ একটা প্রশ্ন! এখন আপনি যদি পৃথিবীর এপাশ থেকে ওপাশ ফুটো করেন তাহলে বস্তুটি পৃথীবীর কেন্দ্রে এসে বেগ হারাবে। এরপর যখন পৃথিবী উপর থেকে নিচে ঘুরবে বস্তুটি (বোঝানোর জন্য সহজ বাংলায়) একদম যে পাশে ছিদ্র করা হয় তার বিপরীত পাশের শীর্ষে চলে যাবে আবার একই ভাবে উলটো দিকে ঘোরার সময় আবার ওপাশে গিয়ে শীর্ষ আটকে থাকবে। এভাবে চলতেই থাকবে যতক্ষন না কোনো পাশের যে কোনো একপাশের শীর্ষে আসলে কেউ টেনে উপরে না তুলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ