P বস্তুর ভর100g,আপেক্ষিক তাপ600jkg-1k-1,তাপমাত্রা68'F এবং Qবস্তুর ভর200g,আপেক্ষিক তাপ500jkg-1k-1,তাপমাত্রা120'F
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এখানে,

P বস্তুর ভর,m₁=100g=0.1kg
আপেক্ষিক তাপ,S₁= 600 Jkg⁻¹K⁻¹
তাপমাত্রা বৃদ্ধি,Δθ₁= (θ - 68) ⁰F
গৃহীত তাপ=Q₁

Q বস্তুর ভর, m₂=200g=0.2 kg
আপেক্ষিক তাপ,S₂= 500 Jkg⁻¹K⁻¹
তাপমাত্রা হ্রাস, Δθ₂= (120 - θ) ⁰F
 বর্জিত তাপ =Q₂
এখন,
গৃহীত তাপ=বর্জিত তাপ
বা,Q₁=Q₂
বা,m₁S₁Δθ₁=m₂S₂Δθ₂
বা,0.1×600×(θ - 68)=0.2×500×(120 - θ)
বা,60θ - 4080= 12000 - 100θ
বা,160θ= 16080
∴ θ =100.5 ⁰F
∴ গৃহীত বা বর্জিত তাপ Q₁= m₁S₁(θ-68)
       = 0.1×600×(100.5 - 68)
       = 1950 J(Ans.)
সুতরাং দুটি বস্তুর তাপীয় সংস্পর্শে ১৯৫০ J তাপ আদান প্রদান করবে।    
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ