Call

চারজন ব্যক্তি এক রাকাত নামাজে পূর্ণ কোরআন শরীফ খতম করেছেন। তারা হলেনঃ

  1. হযরত ওসমান (রাঃ)
  2. হযরত আবু হানীফা (রঃ)
  3. হযরত তামীম দারী (রঃ)
  4. হযরত সায়ীদ বিন যোবায়র (রঃ)।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এই জাতীয় আজগুবী কথা কেবল রূপকথার গল্পে পাবেন কোরান হাদিসে নয়। ইসলামের ইতিহাসে এমন কোন তথ্য পাওয়া যায়না। তাছাডা যে এক রাকাতে কোরান খতম করেছেন, তিনি কতক্ষন সময় নিয়ে করেছেন? যদি বলেন এক রাত, তবে তার এই তিলাওয়াত কি শুদ্ধ হয়েছিল? কেননা নবীজি (সা:) এর হাদিস মতে, "তিন দিনের কম সময়ে যে কোরান খতম করল তার তিলাওয়াত শুদ্ধ নয়" যদি বলেন তিন দিন, তবে তার অন্য ফরজ নামাজ গুলো কে পড়েছেন? অতএব, ভাইলোক এইসব আজগুবী গাঁজাখূরী কথায় কান দিবেন না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ