Call

দুই রাকাত সুন্নত নামাজের পর পড়তে হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আল্লাহর রাসূল (সাঃ) বলেন, যে কোন মুসলিম বান্দা প্রত্যহ আল্লাহ তাআলার উদ্দেশ্যে বারো রাকআত নফল 'ফরয ব্যতীত সুন্নত' নামায পড়লেই আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য এক গৃহ নির্মাণ করেন। অথবা তার জন্য জান্নাতে এক ঘর নির্মাণ করা হয়। আল্লাহর রাসূল (সাঃ) 'আরো' বলেছেন, যে ব্যক্তি নিয়মনিষ্ঠভাবে দিবারাত্রে বারো রাকআত নামায পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। ঐ বারো রাকআত নামায হলোঃ যোহরের 'ফরযের' পূর্বে চার রাকআত ও পরে দুই রাকআত, মাগরিবের পরে দুই রাকআত, এশার পরে দুই রাকআত, আর ফজরের 'ফরয নামাযের' পূর্বে দুই রাকআত। (রেফারেন্সঃ মুসলিম, তিরমিযী, মিশকাতঃ ১১৫৯) হযরত উম্মে হাবীবা (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সাঃ) এর নিকট শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি যোহরের পূর্বে ৪ রাকআত এবং পরে ৪ রাকআত 'সুন্নত নামাযের' প্রতি সবিশেষ যত্নবান হবে, আল্লাহ তাকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন। (রেফারেন্সঃ আবূ দাঊদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ, মিশকাতঃ ১১৬৭, সহিহ তারগিবঃ ৫৮১) এই সুন্নতের কাযাঃ সুন্নত কাযা পড়া সুন্নত, জরুরী নয়। কারণবশতঃ যোহরের পূর্বের সুন্নত নামায পড়তে না পারলে ফরযের 'পরের সুন্নতের' পরে তা কাযা করা বিধেয়। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী (সাঃ) যোহরের পূর্বের ৪ রাকআত পড়তে না পারলে 'ফরযের' পরে তা পড়ে নিতেন। (রেফারেন্সঃ তিরমিযী, সুনান, তামামুল মিন্নাহ, আলবানীঃ ২৪১পৃষ্টা)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ