Call

যদি আসরের চার রাকাত ফরজ নামাজের ভিতরে দুই রাকাত শেষ হয়ে যায়। তাহলে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য যেকোন সূরা কেরাত দিয়ে শুরু করতে পারবেন। আল্লাহ তায়ালা বলেন, তোমরা কুরআন হতে যতটুকু সহজসাধ্য ততটুকু পড়। আর তোমরা সালাত কায়েম কর। (মুজ্জামিলঃ ২০ সংক্ষিপ্ত আয়াত) জনাব! চার রাকাত বিশিষ্ট নামাজের জামাতে দুই রাকাত ছুটে গেলে যথারীতি উভয় রাকাতে কেরাত সুরা মিলিয়ে পড়বেন এবং এর প্রথম রাকাতে না বসে শেষ রাকাতে বসে আত্তাহিয়াতু, দরুদ ও দোয়া পড়ে সালাম ফেরাবেন।(খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৫)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ