Call

মুসলমানদের ধর্মীয়গ্রন্থ কোরআন শরীফের দ্বিতীয় সুরা আল বাকারার ২৫৫-তম আয়াত হচ্ছে আয়াতুল কুরসী। ঠিক সূরা আল হাশরের শেষ তিন আয়াতকে পবিত্র কুরআনের এরকম কিছু বলা হয় না। সূরা আল হাশরের শেষ তিন আয়াতের ফযীলতঃ মাকিল ইবনু ইয়াসার (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি সকালে উপস্থিত হয়ে তিনবার আউযু বিল্লাহিস সামীঈল আলীমি মিনাশ শাইতানির রাজীম তারপর সুরা আল হাশরের শেষের তিন আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য সত্তর হাজার ফিরিশতা নিয়োজিত করবেন। তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দুআ করতে থাকবেন। সে ঐ দিন ইন্তেকাল করলে তার শহীদী মৃত্যু হবে। যে ব্যক্তি সন্ধ্যায় এরূপ পাঠ করবে, সেও একই রকম গৌরবের অধিকারী হবে। (সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ২৯২২ হাদিসের মানঃ যঈফ)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ