শেয়ার করুন বন্ধুর সাথে
Rubidium

Call

নদী হলো তুলনামূলক বড় জলাধার।যার উৎপত্তি হয় পর্বত থেকে।আর নালা হলো ছোট জলাধার বা নর্দমা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নদী বলতে বোঝায় পাহাড় বা হ্রদ বা প্রস্রবণ প্রভৃতি থেকে উৎপন্ন ও নানা জনপদের জলস্রোত। নালা বলতে বোঝায় রাস্তার পাশে বা যেকোন স্থানে অবস্থিত ছোট জলাদার।একে নর্দমাও বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

*যে জলস্রোত কোন পর্ত, হ্রদ, প্রস্রবণ ইত্যাদি জলাধার হতে উৎপন্ন ও বিভিন্ন জনপদের উপর দিয়ে প্রবাহিত হয়ে অন্য কোন জলাশয়ে পতিত হয়, তাকে নদী বলে। অন্যদিকে বড় নর্দমা বা ড্রেনকেই আমরা নালা বলে থাকি। *নদীর শাখা আছে, নালার শাখা থাকে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নদী বলতে পাহার গড়িয়ে পড়া পানি থেকে সৃষ্টি।আর নালা আমাদের ঘরের পানি যাওয়ার জন্য তৈরি করা হয় রাস্তার পাশে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ