শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

দাউদের জন্য এন্টিবায়োটিক খেতে হয়। তবে দাউদ হলেই যে এন্টিবায়োটিক খেতে হবে তা কিন্তু নয়।আপনি প্রথমে ফাঙ্গিসন ক্রিম ক্রয় করুন এটি দিনে ২ বার ব্যবহার করুন। প্রয়োজনে চিকিৎসক এর পরামর্শে ঔষধ খান। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দাউদের জন্য আপনি-

১.অমোস্টিন

২.ফ্লুগাল

ওষুধগুলো খেতে পারেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাধারনত কম দাউদ হলে Xfin Cream ব্যবহারে চলে যাবে আশা করি,এবং দাউদ এর স্থান পরিস্কার রাখবেন,দাউদ এর জায়গায় সাবান লাগানু থেকে বিরত থাকুন,দাউদ বেশি হলে চর্ম ও যৌন ডাক্তার এর পরামর্শ নিবেন,

ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাধারণত চর্মপীড়ায় বাহ্যপ্রয়োগ বা মলম জাতীয় কিছু লাগালে তা ভেতর থেকে প্রকৃত আরোগ্যের বদলে চাপা পড়ে এবং সাধারণত অ্যাজমা রোগ দেখা দেয়। এছাড়াও চর্মরোগ চাপা পড়লে পুরাতন আকারের পাতলা পায়খানা এমনকি মস্তিষ্ক বিকৃতি পর্যন্ত হতে পারে। তাই এক্ষেত্রে একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা হলো সদৃশ ঔষধ সেবন দ্বারা ভেতর থেকে রোগটিকে নির্মূল করা। 


হোমিওপ্যাথিক মতানুসারে যে কোন প্রকার চর্মরোগ সোরা নামক মায়াজম থেকে সৃষ্টি হয়ে থাকে। তাই যে কোন প্রকার চর্ম পিড়াতে সোরা দোষ  নাশক ঔষধ সেবন করতে হয়। তাহলেই রোগটি চিরতরে নির্মূল হয় এবং আর কখনো ফিরে আসেনা। 


আমরা সাধারণত চর্মপীড়া বা দাউদ এ জাতীয় রোগকে স্থানীয় রোগ ভেবে সেখানে মলম বা বাহ্য প্রয়োগ করে থাকি। কিন্তু আসলে চর্মপীড়া কোন স্থানীয় রোগ নয়। মূলত রোগটি জীবনীশক্তি তে শুরু হয় এবং লক্ষণ আকারে তা চর্মের উপরে প্রকাশিত হয় মাত্র। তাই এক্ষেত্রে মলম লাগিয়ে চর্মের স্থানীয় চিকিৎসায় কোন ফল হয় না। ভেতর থেকে রোগটিকে চিকিৎসা করতে হয়। তাহলেই রোগটি ভেতর থেকে বিলুপ্ত হয় এবং চর্ম থেকে এমনিতেই তা অপসারিত হয়ে যায়। 


তাই আপনার জন্য পরামর্শঃ দাদের জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে হোমিও চিকিৎসা গ্রহণ করুন। হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না, সার্বিকভাবে রোগীর চিকিৎসা করে। তাই আপনি সামগ্রিকভাবে সুস্থ হবেন। 


ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ