শেয়ার করুন বন্ধুর সাথে

ইসলামের দৃষ্টিতে স্কুল থেকে বনভোজন বা পিকনিকে যাওয়া জায়েজ, তবে শর্ত হচ্ছেঃ ১। ছেলে-মেয়ে একসাথে যাওয়া যাবে না। গেলেও মেয়েরা আলাদা বাসে পর্দা করে মেমদের সাথে থাকবে। আর ছেলেরা আলাদা বাসে স‍্যারদের সাথে থাকবে। ২। পিকনিকে যাওয়ার পথে বা পিকনিট স্পটে গিয়ে প্রেমের গান-বাজনা, বাদ‍্যযন্ত্র বাজানো বা নাচানাচি করা যাবে না। ভদ্রতার সহিত শান্তভাবে পিকনিক স্পট পরিদর্শন করতে হবে। ৩। পিকনিক স্পটে মেয়েরা পর্দার সহিত আলাদা জায়গায় খাওয়া-দাওয়া করবে এবং ছেলেরাও আলাদা জায়গায় খাওয়া-দাওয়া করবে। ৪। বাংলাদেশে কিছু পিকনিক স্পট রয়েছে, যেখানে অশ্লীল কার্যক্রম চলে, যেমনঃ ঢাকার বলধা গার্ডেন, ফ‍্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডম ইত‍্যাদি। এমন পিকনিক স্পটে যেতে হবে, যেই পিকনিক স্পটটি হবে অশ্লীলতা মুক্ত, যেমনঃ মিরপুর চিড়িয়াখানা, জাতীয় জাদুঘর ইত‍্যাদি। ৫। পিকনিক স্পটে গিয়ে কোনো কারণবশত কোনো দর্শকের সাথে ঝগড়া বা মারামারি করা যাবে না। কোনো সমস‍্যার সম্মুখীন হলে ছেলেরা স‍্যারদের এবং মেয়েরা মেমদের সাহায‍্য নিবে। ৬। পিকনিকে যাওয়ার পথে বা পিকনিক স্পটে গিয়ে অনৈসলামিক তথা খারাপ ও অশ্লীলতাপূর্ণ কার্যকলাপ করা নাজায়েজ আর ইসলামিক কার্যকলাপ তথা ভালো ও অশ্লীলতা মুক্ত আচরণ করা জায়েজ। ধন‍্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ