শেয়ার করুন বন্ধুর সাথে

হ‍্যালো (Hello) ইংরেজি শব্দ। হ‍্যালো শব্দের বাংলা অর্থ ওহে। কারো দৃষ্টি আকর্ষণ করার জন‍্য 'হ‍্যালো' বলা হয়। কেউ কাউকে 'হ‍্যালো' বলে সম্বোধন করলে, প্রতিউত্তরে অপর ব‍্যক্তিও 'হ‍্যালো' বলে সম্বোধন করে। কিন্তু মুসলিম সমাজে 'হ‍্যালো' এর পরিবর্তে 'সালাম' ব‍্যবহৃত হয়ে থাকে। এক মুসলমান আরেক মুসলমানের দৃষ্টি আকর্ষণ করার জন‍্য 'সালাম' ব‍্যবহার করে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে 'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)' বলে সম্বোধন করলে, প্রতিউত্তরে অপর মুসলমান 'ওয়া লাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ (আপনার উপরও শান্তি বর্ষিত হোক)' বলে সম্বোধন করে। বর্তমানে মুসলিম সমাজে সালামের পরিবর্তে খ্রিস্টানদের 'হ‍্যালো' শব্দের অনুপ্রবেশ ঘটেছে। কোনো মুসলমান যদি মুসলমানদের সম্বোধনের পরিবর্তে অন‍্য ধর্মের সম্বোধনকে আঁকড়ে ধরে, তাহলে সে মুসলিমদের অন্তর্ভুক্ত হবে না। সুতরাং, ইসলামে মুসলমানদের জন‍্য মোবাইলে সালাম আদান-প্রদান করা জায়েজ আর সালামের পরিবর্তে হ‍্যালো আদান-প্রদান করা নাজায়েজ। ধন‍্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ