শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জিলহজ মাসের প্রথম দশ দিনগুলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। জাবির রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, পৃথিবীর দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনগুলো হলো দশকের দিনসমূহ। হাদীসে এসেছে, এদিনগুলোতে নেক আমল করার চেয়ে অন্য কোন দিন নেক আমল করা আল্লাহর নিকট এত উত্তম নয়, অর্থাৎ জিলহজের দশ দিন। সাহাবায়ে কিরাম বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহর পথে জিহাদও নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদও নয় তবে সে ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও মাল নিয়ে জিহাদে বের হয়ে আর ফিরে আসেনি। (বুখারীঃ ৯৬৯, আবু দাউদঃ ২৩৪৮, তিরমিয়ীঃ ৭৫৭, ইবনে মাজহঃ ১৭২৭)। তাছাড়া এই দশ দিনের তাফসীরে জাবের রাদিয়াল্লাহু আনহু বৰ্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, নিশ্চয় দশ হচ্ছে কোরবানীর মাসের দশদিন, বেজোড় হচ্ছে আরফার দিন আর জোড় হচ্ছে কোরবানির দিন। (মুসনাদে আহমাদঃ ৩২৭, মুস্তাদরাকে হাকিমঃ ২২০) এই কারণে এই দশ দিন বছরের শ্রেষ্ঠ দশ দিনঃ আল্লাহ তাআলা এই দশ দিনের কসম করেছেনঃ আল্লাহ তাআলা যখন কোনো কিছুর কসম করেন তা কেবল তার শ্রেষ্ঠত্ব ও মর্যাদাই প্রমাণ করে। কারণ,মহান সত্তা শুধু মহা গুরুত্বপূর্ণ বিষয়েরই কসম করেন। আল্লাহ তাআলা বলেন, কসম ভোরবেলার। কসম দশ রাতের। (সূরা আল-ফাজর, আয়াতঃ ১-২)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ