শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পুরুষদের জন্য মেহেদী ব্যবহার

করা জায়েয নেই। বরং সাজ-

সজ্জার উদ্যেশ্যে তারা কখনও

হাতে-পায়ে মেহেদী লাগাতে

পারবে না। কারণ এটা এক ধরনের

রঙ। আর পুরুষদের জন্য রঙ ব্যবহার

করা নিষিদ্ধ।

ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻃﻴﺐ

ﺍﻟﺮﺟﺎﻝ ﻣﺎ ﻇﻬﺮ ﺭﻳﺤﻪ ﻭﺧﻔﻲ ﻟﻮﻧﻪ ﻭﻃﻴﺐ ﺍﻟﻨﺴﺎﺀ

ﻣﺎ ﻇﻬﺮ ﻟﻮﻧﻪ ﻭﺧﻔﻲ ﺭﻳﺤﻪ

আবূ হুরাইরাহ রাযি. হতে বর্ণিত,

তিনি বলেন, রাসূলুল্লাহ

সাল্লাল্লাহু আলাইহি

ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের

সুগন্ধি এমন হবে যার সুগন্ধ

প্রকাশ পায় কিন্তু রঙ গোপন

থাকে এবং নারীর সুগন্ধি এমন

হবে যার রঙ প্রকাশ পায় কিন্তু

সুগন্ধ গোপন থাকে। ( তিরমিযী

হাদীস নং ২৭৮৭)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

খিযাব আরবী শব্দ। এর শাব্দিক অর্থ, রন্ধন বা রং করার পদার্থ, যার দ্বারা রং করা হয়। আর শব্দটির ক্রিয়ামূল হিসেবে অর্থ করলে অর্থ হবে রং করা। পরিভাষায় মেহেদী কিংবা কোন প্রকার উদ্ভিদ, যা দ্বারা দাঁড়ি-চুল রঙ্গীন করাকে বুঝায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমা ছিলেন। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে কোন তলোয়ার বা দা-এর আঘাতে ক্ষত হতো, তিনি তাতে মেহেদী লাগানোর জন্য আমাকে নির্দেশ দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদী ও কতম একত্র করে কলপ লাগিয়েছিলেন। এতে তাঁর সাদা চুল টুকটুকে লাল রং ধারণ করেছিল। তাই কোন পুরুষ যদি দাঁড়ি-চুল রঙ্গীন বা চিকিৎসার জন্য মেহেদী লাগায় এতে তার জন্য হারাম হবে না। চুল ও দাঁড়ি আর চিকিৎসার প্রয়োজনে যেকোনো স্থানে মেহেদী ব্যবহার করা জায়েজ আছে। তবে কোন পুরুষ যদি সৌন্দর্য বৃদ্ধি কল্পে মহিলার সাজে হাতে পায়ে মেহেদী লাগায় এটা তার জন্য হারাম হবে। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন নপুসংক আসে, যার দুইই হাত ও পা মেহেদী রংয়ে রঞ্জিত ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেনঃ এ ব্যক্তির অবস্থা কী? জবাবে সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ! এ ব্যক্তি স্ত্রীলোকদের সাজে সেজেছে। তখন তাকে শহর থেকে বের করে দেয়ার হুকুম হলে, তাকে নাকী নামক স্থানের দিকে বের করে দেয়া হয়। এ সময় সাহাবীগণ জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি তাকে হত্যা করবো না? তিনি বলেনঃ আমাকে নামাজীদের হত্যা করতে নিষেধ করা হয়েছে। (সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ৪৮৪৫ হাদিসের মানঃ সহিহ)। ফিকহবিদদের মতে, নারীদের জন্য মেহেদী ব্যবহার করা উত্তম। এক মহিলা হযরত আয়শা (রাঃ) এর কাছে মেহেদী লাগানো বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেন, এতে কোন সমস্যা নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ