শেয়ার করুন বন্ধুর সাথে

কুরআন হাদিসের 'আন্ডারওয়্যার'  সম্পর্কে সরাসরি কিছু বলা হয় নি। তবে মহান আল্লাহ তায়ালা, পোষাক পরিধানের ক্ষেত্রে মৌলিক কিছু নীতিমালা প্রণয়ন করেছেন, যেমন--নারী- পুরুষ কি ধরনের পোষাক পরিধান করবে, কতটুকু পরিধান করবে, কিভাবে পরিধান করবে ইত্যাদি। ★পুরুষের পোষাকের স্বতন্ত্র বৈশিষ্ট্য -- ক) পুরুষের পোষাক নারীর পোষাক বা নারীর পোষাকের মতো পোষাক না হওয়া।  হাদীস শরীফে এসেছে- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন ঐ পুরুষকে যে মহিলার পোষাক পরে এবং ঐ মহিলাকে যে পুরুষের পোষাক পরে। (সুনানে আবু দাউদ ৪০৯৮; মুসনাদে আহমদ ২/৩২৫) সুতরাং পুরুষের জন্য মেয়েদের পোষাক পরিধান করা হারাম।  ★"আন্ডারওয়্যার"  যদিও এটা নারী-পুরুষের একই ঘরানার বস্ত্র, তবুও এটাতে ভিন্নতা রয়েছে। আর আপাতত দৃষ্টিতেও একে অপরেরটা পরিধান করা খুবই দৃষ্টিকটু দেখায়। তাই মেয়েদের আন্ডারওয়্যার  না পড়াই শ্রেয়।   খ) রেশমের কাপড় পরিধান না করা। কেননা রেশমের কাপড় পুরুষের জন্য হারাম। গ) জাফরানী রংয়ের কাপড় না হওয়া। এটা পুরুষের জন্য নাজায়েয। ঘ) কুসুম রং কিংবা গাঢ় লাল রং না হওয়া। কেননা কুসুম রং মাকরূহ তাহরীমী। আর লাল রং মাকরূহ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ