Call

যখন আমাদের স্মৃতিশক্তি হারিয়ে যায় তখন আমাদের মস্তিষ্কের সকল তথ্য মোটেও ক্ষতিগ্রস্থ হয় না। যেকোনো একটা অংশে আঘাত বা অন্য কোনো কারণে স্মৃতিশক্তি হারিয়ে যায়, শুধু সেই অংশটুকুই ক্ষতিগ্রস্থ হয়।  প্রশ্ন এরকমও আসতে পারে যে স্মৃতিশক্তি হারানোর পর আমরা হাঁটতে, খেতে বা অন্য কিছু করতে কেন ভুলি না! ব্যাপারটা একই যে সম্পূর্ণ মস্তিষ্ক তো আর ক্ষতিগ্রস্থ হয় না। এ কারণে সাধারণত কোনো দক্ষতা ভা স্কিল ক্ষতিগ্রস্থ হয় না, শুধু কিছু স্মৃতি হারিয়ে যায়। এছাড়া আমরা মুভিতে যেমন দেখি সব ভুলে যায় এরকমটা কখনোই হয় না। কিছু বিশেষ বিষয় ভুলে যাওয়ার মত হতে পারে, যে স্থান ক্ষতিগ্রস্থ হবে শুধু সেই স্থানের জন্য। বাকি সবই স্বাভাবিকভাবে মনে থাকার কথা।  সূত্রঃ https://www.quora.com/When-someone-loses-their-memory-how-do-they-manage-to-remember-their-language-Is-language-stores-in-a-different-part-of-the-brain

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ