RushaIslam

Call

আমি অনেককেই একই পরামর্শ দিয়েছি কারণ আমি নিজেই ব্রণ থেকে মুক্তি পেয়েছি এই উপায়ে। আপনার স্কিনে যদি এলার্জি না থাকে তাহলে আপনি লেবুর রস+মধু+গোলাপজল এর পেস্ট বানিয়ে মুখে লাগান। এটি অবশ্যই রাতে লাগাবেন। যদি লাগানোর পর স্কিনে চুলকায় তাহলে বুঝবেন লেবুতে আপনার এলার্জি আছে। তখন লেবু ব্যবহার বন্ধ করে দিবেন। আপনি এলোভেরা ব্যবহার করুন। এটি ব্যবহারে আপনি দারুণ ফল পাবেন। আপনি শুধু এলোভেরা ব্যবহার করতে পারেন, আবার পেস্ট বানিয়েও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এলোভেরা এবং সামান্য হলুদ গুড়া /মধু নিন। ভালভাবে পেস্ট বানিয়ে মুখে ২বেলা লাগান। ৭দিনেই ইনশাআল্লাহ ফল বুঝবেন। আপনি শশার রস এবং আপেলের রস পেস্ট করে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারেও ভাল ফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SAiMOOON

Call

Skin shine cream ব্যবহার করলে সমস্যা সমাধান হয়ে যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

নিচের কিছু কাজ করুন- - ১. আধা কাপ মধুর সঙ্গে ১ কাপ ওটমিল মিশিয়ে ব্রণের উপর লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। দিনে দুইবার ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে ব্রণ দূর হয়ে যাবে। - ২. টেবিল চামচ পুদিনা পাতা কুচির সঙ্গে ২ টেবিল চামচ টক দই ও ২ টেবিল চামচ ওটমিল গুঁড়া মেশান। মিশ্রণটি ১০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে মুখ ধুয়ে ফেলুন। - 3. লেবুর রসে তুলার টুকরো ডুবিয়ে ব্রণের উপর লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। দিনে ২ বার ব্যবহার করুন। ব্রণ দূর হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি ভেটনোবেট এন ক্রিমটি ব্যবহার করুন। অথবা মেলাট্রিন ক্রিমটা ব্যবহার করুন। ভাল না হলে একজন চর্ম বিশেষঞ্জ ডাক্টার দেখান। আশা করি ভাল ফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ