শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার ওজন ঠিক আছে কিনা তা BMI নির্ণয় করলেই বুঝা যাবে। আপনার উচ্চতা ৬.২ফুট/১.৯মিটার এবং ওজন ৫৭ কেজি। এক্ষেত্রে আপনার বিএম আই=৫৭/(১.৯)^২= ১৫.৭৮। একজন মানুষের স্বাভাবিক ওজনের জন্য বিএম আই এর মান হতে হবে কমপক্ষে ১৮। কিন্তু আপনার বিএম আই ১৮ এর চেয়ে যথেষ্ট কম। এই প্রেক্ষিতে বলা যায় ওজন ও উচ্চতার সাথে সামঞ্জস্যতা নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ