KMIslan

Call

আপনি এসব শুনলে জবাব দিতে হবে। ভাল কথা দ্বারা এসবের জবাব দেয়া হয়না তাই আপনার পাপ হবে। বা আপনি ঐ সমস্ত কথা শিখে যেতে পারেন।  তাই এসব না শোনাই ভাল। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

যেকেউ আজেবাজে ভিক্তিহীন, লজিকহীন কথা বার্তা বলতেই পারে কারন সেটা তাদের ব্যাপার। কিন্তু সেসকল কথায় কান দেয়া অর্থাৎ গুরুত্ব দেয়া ঠিক নয়। কারন তারা যা বলছে আপনি তা নন। এখন যদি আপনি তাদের কথায় কান দেন, প্রতিক্রিয়া দেখান তবে তারা রেসপন্স পেয়ে আরও বেশি বলবে। আর পাশের কিছু মানুষ বলবে কিছু না কিছু করেছেন বলেই আপনি গুরুত্ব দিচ্ছেন খেপছেন ইত্যাদি। আর আপনি কিছু বললে তাতে তারা থেমে যাবেনা বরং আপনি আরও জড়িয়ে যাবেন ফলে অশান্তি বাড়বে। অন্যের কথায় অপ্রাসংগিক কথায় কান দিলে কেবল নিজের মনে অশান্তি বাড়ে। নিজ কাজ কর্ম থেকে মন উঠে যায়। মন মেজাজ খিটখিটে হয়ে ওঠে। তাই ওসব কথায় কান দেয়া উচিত নয়। তবে বিষয়টা বাড়াবাড়ি পর্যায়ে গেলে আপনি আইনের সহযোগিতা নিবেন। অবশ্য বড়জোড় প্রথম একবার তাদের ভালভাবে বুঝিয়ে বলবেন যে, আপনারা যা করছেন ঠিক করছেন না, অসুবিধা হচ্ছে। মজা অল্পতেই মজা লাগে, মেশি নয়। দ্বিতীয়বার কিন্তু আর বোঝাবেন না, সরাসরি আইনের সহযোগীতা নেবেন। আর বাড়াবাড়ি পর্যায়ে না গেলে কেবল ওসব কথায় কান না দিয়া এভোয়েড করবেন। দেখবেন কয়েকদিন পর তারা আপনার রাগান্বিত ফিডব্যাক না পেয়ে নিজেরাই চুপসে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ