image আমার প্রায় ৩ থেকে ৪বছর আগে টাইফয়েড হয়েছিল এবং তা সেরেও গিয়েছিল। কিন্তু  দেরিতে চিকিৎসা হওয়ায় মুখের একপাশ বাকা হয়ে যায়। তা এখনো বাঁকাই আছে। কানটাও ব্যথা করতো একটু করে কিন্তু তেমন গুরুত্ব  দিই নি। এখন দিন যতোই যাচ্ছে মনে হচ্ছে মুখ বাকা হওয়া আর কান ব্যথা ততোই বাড়ছে। বিস্ময়ে অনেকে অনেক পরামর্শ দিয়েছেন, কেউ কেউ নিউরো বিশেষজ্ঞের শরণাপন্ন হতে বলেছেন আর কেউ নাক-কান-গলা বিশেষজ্ঞের। এখন আমি খুব মানসিক টেনশনে আছি কি করবো? কার কাছে যাবো চিকিৎসা নিতে? আদৌ কি আমি আগের চেহারা ফিরে পাবো? আমার বাসা পীরগঞ্জ,ঠাকুরগাঁও এ কিন্তু বাসা থেকে ঠাকুরগাঁও আর দিনাজপুরের দুরত্ব প্রায় একই।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হা, ফিরে পাবেন ইনশাআল্লাহ।

আপনি সর্বপ্রথম একজন মেডিসিন বিভাগের ভাল ডাক্তার দেখান।

তিনি প্রয়োজন মনে করলে অন্য ডাক্তার কে রেফার করবেন।


আমাদের রংপুরে অনেক ভাল মানের ডাক্তার আছেন।

ডা: রশিদুল ইসলাম সিরাজ একজন ভাল মানের মেডিসিন এর ডাক্তার।

দেখাতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ