Waruf

Call

সাধারনত বেশি ঠান্ডা লাগলে ঠান্ডা জ্বর বা সর্দি জ্বর শুরু হয় এভাবে। তবে মশার কামড় বা দেহে জীবানু প্রবেশ করলেই এভাবে কাপুনি দিয়া জ্বর আসে,আর মাথা ব্যাথা হয় সাইনুসাইটিস বা গাঢ় সর্দি হবার উপক্রম হলে। গলা ব্যাথা কাশি ও করিনোব্যাক্টেরিয়াম নামক জীবানু দ্বারা আক্রান্ত হলে।  যাই হোক এগুলো সাধারন মারাত্মক হয়না, তাই প্রথম দুদিন ওষধ নেয়াও ঠিক না। তবে ৩-৪দিন হলেই ডাক্টারের পরামর্শে ওষধ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ