#হেল্প_পোস্ট আমার বেস্ট ফ্রেন্ড অর্পিতা সাহা-কে একটা মুসলিম ছেলে(ছদ্রনাম:-তামিম) ছোটবেলা থেতেই অনেক পছন্দ করতো, ছেলেটা পাগলের মতো তাকে ভালবাসতো একটা সময় অর্পিতা ও তাকে ভালোবেসে ফেলে।সবকিছু ঠিকঠাক ছিলো, দেখতে দেখতে তাদের সম্পর্কের বয়স এখন ৫ বছর।ছেলেটি এখন একটি বেসরকারি  বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আর আমার বান্ধবী ও আমাদের এলাকার কলেজে অনার্স নিয়ে পড়াশোনা করছে। এখন আমার বান্ধবীর পরিবার তার জন্য পাএ দেখছে, সে তামিম কে জানায়।তানিম তাকে বিয়ে করতে চায় কিন্তুু তামিম অর্পিতা কে মুসলিম হতে বলে কিন্তুু আমার বান্ধবী ধর্ম পরিবর্তন করতে চায় না।সে তামিম কে অনেক ভালোবাসে, না পেলে হয়তো ভুল কোনো সিদ্বান্ত নিবে।অর্পিতা চায় হিন্দু-মুসলিম বিয়ে করে, বিয়ের পর যে যার যার ধর্ম পালন করতে। তামিম তাকে অনেক বুঝায় যে এটা বাংলাদেশ এইখানে এমন হয়না,তাছাড়া পরিবারের একটা ব্যাপার আছে, তুমি যদি ধর্ম পরিবর্তন করো আমি আমার পরিবার কে বুঝায় বলবো আর মানায় নিবো, কিন্তুু তুমি যদি ধর্ম পরিবর্তন না করো দুইটা পরিবার থেকে আমরা একদম ছিটকে যাবো আলাদা হয়ে যাবো,আর আমাদের সন্তান সে কি পরিচয় নিয়ে বড় হবে? হয়তো বাংলাদেশে এখন হিন্দু-মুসলিম বিয়ে হয় আর হচ্ছে কিন্তুু তারা বিয়ের পর কি ভালো আছে? তাদের সাথে কি হচ্ছে? তাদের পরিবার কি করেছে তাদের সাথে আমরা জানি না। তামিম অর্পিতা কে নিয়ে কোনো রিস্ক নিতে চায়না কারণ ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়। এখন কি করা উচিত তামিম আর অর্পিতার? ধর্ম পরিবর্তন করে বিয়ে নাকি ছেলেটাকে ভুলে যাওয়া উচিত? নাকি হিন্দু -মুসলিম বিয়ে করা উচিত? আমি জানি দু-জনই দুইজনকে অনেক বেশী ভালোবাসে একজন আর একজন কে ছাড়া থাকতে পারবে না।
শেয়ার করুন বন্ধুর সাথে

ইসলামে এটাকে নিষেধ করা হয়েছে, আবশ্যয় হিন্দু মেয়ে টাকে পরিপূর্ণ  ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, প্রয়জনে আপনি তাকে ইসলামে আকৃষ্ট করুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভালবাসার বন্ধন কখনও ছাড়া সম্ভব হয় না। তবে হিন্দু   ধর্ম পরিবর্তন না করেই বিয়ে দেশ, সমাজ, পরিবার তথা ইসলাম এটা সমর্থন করে না। যেহেতু ছেলেটি মুসলিম তাই এটা কখনও সম্ভব না। বিয়ে করতে হলে যে কোন একজন কে ধর্ম পরিত্যাগ করতে হবে। তাছাড়া কোন ধর্মে অন্য ধর্মে স্বামী হিসেবে মেনে নেওয়ার নিয়ম নেই, অসম্ভব। এখন সিদ্ধান্ত তাদের উপর। তবে আমি আমার দিক থেকে সাজেসটেড করব মেয়েটি কষ্ট করে ইসলাম গ্রহন করুক। ইসলাম একটি শান্তির ধর্ম। সে অনেক ভাল থাকতে পারবে এবং তার প্রিয় মানুষটিকে নিয়ে।  ধর্ম পরিবর্তন না করে হিন্দু -মুসলিম বিয়ে করা কখনও উচিৎ না।  যদি কেও ধর্ম পরিত্যাগ না করতে পারে তবে সম্পর্ক এখানেই ইতি টানতে হচ্ছে তাছাড়া উপায় নেই।  সমাজ কখনও মেনে নিবে না। আশাকরি বোঝাতে পেরেছি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইসলামে কোনো মুসলিম কোনো অমুসলিমকে বিয়ে করতে পারবে না। এটা হারাম। যদি কোনো মুসলিম কোনো অমুসলিমকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে অমুসলিমটিকে নও মুসলিম বানিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম না হবে ততক্ষণ পর্যন্ত তাকে বিবাহ করা যাবে না, সে যতই ভালোবাসা বা ভালো লাগার মানুষ হোক না কেনো। তাই আপনার উচিত হবে, মেয়েটিকে আপনার ধর্মের আইন মোতাবেক বুঝিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে সাহায‍্য করা। যদি সে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম না হয়, তাহলে তাকে ভুলে যাবেন। ইসলামের ক্ষেত্রে, মুসলিম+মুসলিম=বিবাহ✔ মুসলিম+নও মুসলিম=বিবাহ✔ মুসলিম+অমুসলিম=বিবাহ✖ । তাই ✔ কে মেনে ✖ থেকে দূরে থাকুন। ধন‍্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথম কথা হলো কোন মুসলিম পুরুষের জন্য কোন অমুসলিম নারীকে বিবাহ করা বৈধ না। তবে হাঁ, মেয়েটি ইসলামের সকল রীতি নীতি মেনে নিয়ে ইসলাম কবূল করলে সে ক্ষেত্রে বিবাহের সুযোগ থাকবে। তাই  মুসলিম ছেলেটির জন্য অপরিহার্য্য হলো মেয়েটাকে প্রথমে ইসলামের দাওয়াত দেওয়া; সে যদি গ্রহণ করে তাহলে বিবাহ সম্ভব। আর যদি গ্রহণ না করে তাহলে কোনভাবেই বিবাহ সম্পদিত হওয়ার সম্ভবনা (মেয়েটি অমুসলিম থাকাবস্থায়) নেই। মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ হয়েছে-

وَلاَ تَنكِحُواْ الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلاَ تُنكِحُواْ الْمُشِرِكِينَ حَتَّى يُؤْمِنُواْ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُوْلَـئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللّهُ يَدْعُوَ إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ

আর তোমরা মুশরেক নারীদেরকে বিয়ে করোনা, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরেক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। এবং তোমরা (নারীরা) কোন মুশরেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না, যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রীতদাসও একজন মুশরেকের তুলনায় অনেক ভাল, যদিও তোমরা তাদের দেখে মোহিত হও। তারা দোযখের দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে। আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। -সূরা বাকার; আয়াত ২২১

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

না মুসলিম ছেলে হিন্দু মেয়েকে   বিয়ে করে পারবে না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ