তাহসানআদনানবাবু

তাহসানআদনানবাবু

তাহসানআদনানবাবু

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 1.40k বার দেখা হয়েছে | এই মাসে 1.40k বার
0 টি প্রশ্ন দেখা হয়েছে 0 বার
1 টি উত্তর দেখা হয়েছে 1.40k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

হিন্দু মেয়েটি ধর্ম পরিবর্তন না করেই বিয়ে করতে চাই একজন মুসলিম ছেলেকে?

#হেল্প_পোস্ট আমার বেস্ট ফ্রেন্ড অর্পিতা সাহা-কে একটা মুসলিম ছেলে(ছদ্রনাম:-তামিম) ছোটবেলা থেতেই অনেক পছন্দ করতো, ছেলেটা পাগলের মতো তাকে ভালবাসতো একটা সময় অর্পিতা ও তাকে ভালোবেসে ফেলে।সবকিছু ঠিকঠাক ছিলো, দেখতে দেখতে তাদের সম্পর্কের বয়স এখন ৫ বছর।ছেলেটি এখন একটি বেসরকারি  বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আর আমার বান্ধবী ও আমাদের এলাকার কলেজে অনার্স নিয়ে পড়াশোনা করছে। এখন আমার বান্ধবীর পরিবার তার জন্য পাএ দেখছে, সে তামিম কে জানায়।তানিম তাকে বিয়ে করতে চায় কিন্তুু তামিম অর্পিতা কে মুসলিম হতে বলে কিন্তুু আমার বান্ধবী ধর্ম পরিবর্তন করতে চায় না।সে তামিম কে অনেক ভালোবাসে, না পেলে হয়তো ভুল কোনো সিদ্বান্ত নিবে।অর্পিতা চায় হিন্দু-মুসলিম বিয়ে করে, বিয়ের পর যে যার যার ধর্ম পালন করতে। তামিম তাকে অনেক বুঝায় যে এটা বাংলাদেশ এইখানে এমন হয়না,তাছাড়া পরিবারের একটা ব্যাপার আছে, তুমি যদি ধর্ম পরিবর্তন করো আমি আমার পরিবার কে বুঝায় বলবো আর মানায় নিবো, কিন্তুু তুমি যদি ধর্ম পরিবর্তন না করো দুইটা পরিবার থেকে আমরা একদম ছিটকে যাবো আলাদা হয়ে যাবো,আর আমাদের সন্তান সে কি পরিচয় নিয়ে বড় হবে? হয়তো বাংলাদেশে এখন হিন্দু-মুসলিম বিয়ে হয় আর হচ্ছে কিন্তুু তারা বিয়ের পর কি ভালো আছে? তাদের সাথে কি হচ্ছে? তাদের পরিবার কি করেছে তাদের সাথে আমরা জানি না। তামিম অর্পিতা কে নিয়ে কোনো রিস্ক নিতে চায়না কারণ ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়। এখন কি করা উচিত তামিম আর অর্পিতার? ধর্ম পরিবর্তন করে বিয়ে নাকি ছেলেটাকে ভুলে যাওয়া উচিত? নাকি হিন্দু -মুসলিম বিয়ে করা উচিত? আমি জানি দু-জনই দুইজনকে অনেক বেশী ভালোবাসে একজন আর একজন কে ছাড়া থাকতে পারবে না। 0 likes | 3358 views