তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। তার উচ্চতা ও ওজন কত হওয়া উচিত?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

৫"৩ থেকে ৫"৬ এর ভেতরে আমাদের দেশের কন্ডিশন অনুসারে ১৪-১৫ বছর বয়েসী বালকদের উচ্চতা হয়ে থাকে। সেই অনুযায়ী ওজন ৫৫-৬০ কেজির ভেতরে হয়। একেই ফিট বলা যায়। ৫"৩ এর জন্য ওজন ৫৫-৫৮ কেজির ভেতরে হওয়াই ভালো। এর বেশি হলে ঠিক হবে না। ৫৩-৫৫ কেজি হলে বেশি ভালো, সেটা স্বাস্থ্যবান হবে। তবে ৫৮ কেজি এর নিচে থাকলেই হলো। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ