শেয়ার করুন বন্ধুর সাথে
Call

"মসজিদে যিরার" মুনাফিকরা মুসলমানদের ক্ষতি সাধনের জন্য তৈরি করেছিল। তৎকালীন সময়ে আবু ওমার রাহেব-এর নির্দেশে মদিনার মুনাফিকরা মহানবী (সঃ) ও মুসলমানদের ক্ষতি সাধনের জন্য যে মসজিদ নির্মাণ করেছিল, তাই "মসজিদে যিরার" নামে ইতিহাসে খ্যাত। এছাড়াও, তাফসীরকারগণের সর্বসম্মত মতানুসারে, মুসলমানদের ক্ষতি সাধনের নিমিত্ত ষড়যন্ত্রের ঘাঁটি স্বরুপ ১২জন মুনাফিক সরদার মিলে তাবুক যুদ্ধের পূর্বলগ্নে যে মসজিদ নির্মাণ করেছিল, তাই "মসজিদে যিরার"। "মসজিদে যিরার"-এ নামাজ পড়া জায়েজ। তবে, না পড়াই শ্রেয়। অনুরুপ বিতর্কের ওপর ভিত্তি করে বর্তমান সমাজে কোন মসজিদ প্রতিষ্ঠা হলে তাতে নামাজ পড়া বৈধ হলেও না পড়াই উত্তম। অনেক আলেমদের মতে, যেহেতু মুসলমানদের বিরুদ্ধে মুনাফিকদের ষড়যন্ত্রের ঘাঁটি এই মসজিদ, তাই সম্ভব হলে এটাকে সম্পূর্ণরূপে মুসলমানদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে।অন্যথা, ষড়যন্ত্রের মূলোৎপাটনের লক্ষ্যে একে জ্বালিয়ে ভস্মীভূত করে দিতে হবে। কেননা, রাসূল (সঃ) এরূপ করেছিলেন।                        

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ