Call

পৃথিবীর সকল ধর্মগ্রন্থে ইসলাম,আল-কুরআন,আল-হাদীস,আল্লাহ ও মুহাম্মদ (সাঃ) এর সম্পর্কে একই কথা বলা হয়েছিল। আর সেটি হচ্ছে "আল্লাহ এক ও অদ্বিতীয়। তাঁর কোনো শরিক নেই।আর মুহাম্মদ (সাঃ) হলেন সর্বশেষ নবি ও রাসুল।" এটি ছিল সকল ধর্মগ্রন্থের(অর্থাৎ যেসব ধর্মের মানুষ আসমানি কিতাবকে ধর্মগ্রন্থ হিসাবে মানে) মূলকথা। পরে তারা এগুলোকে বিকৃত করে(অন্য ধর্ম)। ইসলামে আল্লাহ ও মুহাম্মদ (সঃ) এর সম্পর্কে আরও স্পষ্টভাবে বলা হয়েছে। নবি নিজেই বলেছেন "আমিই শেষ নবি। আমার পর অন্য কোনো নবি আসবে না " খ্রিস্টানদের ইনজিল/বাইবেলেও বলা হয়েছিল, "মুহাম্মদ (সাঃ) শেষ নবি ও রাসুল। এজন্যই তো খ্রিস্টান পাদ্রী বহিরা মুহাম্মদ সঃ কে চিনেছিলেন এবং শেষ নবি বলেছিলেন । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ