শেয়ার করুন বন্ধুর সাথে
Call

"আহলে হাদীস" হলো তারা, যারা রাসূল (সঃ)-এর সুন্নাহভিত্তিক জীবন-যাপন করেন। তবে, বর্তমানে কথিত আহলে হাদীস ভাইদের মধ্যে অনেক মতবিরোধ দেখা দেয়। তারা বলে, শবে বরাত বিদআত, নবীকে দাড়িয়ে  সালাম দেওয়া বিদআত, নামাজে বুকেই হাত বাধতে হবে, দরুদ শরীফ পড়া হারাম - ইত্যাদি। এটা প্রকৃত পর্যায়ে " আহলে হাদীস"-এর পরিচয় নয়। এদের মধ্যে চিন্তাগত দিক থেকে বিভিন্ন স্যাক্ট-এর (জামায়াত/ইখওয়ান/সা'দাত/একেপি, ক্বওমী/দেওবন্দী/হেফাজত/ওয়াহাবী/বেরেলভী-সৌদীপন্থী, শিয়া/ইমামিয়্যাহ্/অ্যালাউটস/সাফাউয়ী-ইরানপন্থী) ভাইয়েরা রয়েছেন। এছাড়া ইসলাম ও আধুনিকতার মাঝখানে পেণ্ডুলামের মত দুলতে থাকা একটা গ্রুপও অনলাইনে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে দারুণ সক্রিয়। তাছাড়াও, বর্তমানে কিছু "আহলে হাদীস" ভাইয়েরা মাযহাব অস্বীকার করে। তারা মাযহাবকে ভিত্তিহীন বলে।(নাউযুবিল্লাহ)। চিন্তাগত দিক থেকে মতভিন্নতা থাকাটা দোষের কিছু নয়। কিন্তু যখন দেখি এই চিন্তাগত পার্থক্য থাকার কারণে উপরোল্লিখিত ইসলামপন্থীগণ নিজেরা নিজেরা একে অপরে ঝগড়ায় লিপ্ত হয়ে যান, কাদা ছোঁড়াছুঁড়ি করেন, দলাদলিতে লিপ্ত হন, সহনশীলতা প্রদর্শন করেন না, নিজের মতকে যে কোনভাবে উপরে রাখার চেষ্টা করেন, একে অপরের বিরুদ্ধে কঠিন কঠিন ফতোয়া উদগীরণ করেন, মাঝে মাঝে 'ইসলামিক গালাগালি' ও খিস্তি-খেউরে লিপ্ত হয়ে যান - এটা সত্যিকার অর্থে "আহলে হাদীস"-এর পরিচয় বহন করে না। একমাত্র প্রকৃত " আহলে হাদীস" তারাই যারা কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে।   

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ