শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হযরত মোহাম্মদ (সাঃ) সৃষ্টিগত দিক থেকে বাশার তথা আমাদের মতই একজন মানুষ। তবে তিনি সাধারণ মানুষ নয় তার সম্মান আল্লাহ তায়ালা অনেক উর্ধে তুলেছেন। হযরত মোহাম্মদ (সাঃ) এর উচ্চতা মোবারক কত ছিল তা স্পষ্ট ভাবে কোথাও উল্লেখ নাই। হযরত মোহাম্মদ (সাঃ) এর উচ্চতা বর্নণা করতে গিয়ে আনাস ইবনে মালিক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক লম্বাও ছিলেন না এবং অতি বেটেও ছিলেন না। তিনি অতিরিক্ত সাদাও ছিলেন না, আবার বেশী তামাটে বর্ণও ছিলেন না। (সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ৩৬২৩ সংক্ষিপ্ত) [জনাব! তাই আইডিয়া করে কিছু বলা যাবেনা যে তিনি এত ফুট এত ইঞ্চি ছিলেন]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ