ব্যাখ্যা চাই।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শক্তি কখনো ঋণাত্বক হতে পারে না। আপনি এটা কোথায় পড়েছেন?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

মহাকর্ষীয় বস্তু বলতে সেই বস্তুকে বোঝায় যার উপর অন্য কোন বস্তুর অভিকর্ষজ আকর্ষন বিদ্যমান। ধরি আপনি আকাশের দিকে ফুটবলে কিক করলেন। ফুটবলটি উপরে উঠে স্থির বেধে গেল(ধরে নিলাম)। তাহলে আপনি কিক করে যে বল প্রয়োগ করেছিলেন তা ঐ ফুটবলের ভেতর বিভব শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। বলটি কিকের যে বলের কারনে উপরের দিকে উঠেছিল সেটি ধনাত্মক বল কাজেই  ফুটবলটি নিচে পড়ার সময় যে ক্রিয়া করবে তা ঋনাত্মক বল এবং এটি অভিকর্ষজ ত্বরনের প্রভাবে হবে। তাই নিচের দিকের সঞ্চিত বলকে ঋনাত্মক বল বলা হবে এই বল ধনাত্মক বলের সমান। যেহেতু মহাকর্ষীয় প্রভাবে বস্তু অন্য বলের প্রভাবে থাকে তাই এর ভেতর ত্বরন জনিত সঞ্চিত শক্তি স্থিতি শক্তি রুপে বিরাজ করে।(কারন স্থির অবস্থায় থাকে) এই বল তাই ঋনাত্মক বল । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ