বেশ কিছু দিন যাবৎ অসুস্থ্য থাকার কারোনে সরন শক্তি কমে গেছে। এখন একটা কাজ করলে ১ ঘন্টা পর সেই কাজটির কথা মনে পড়ে না টাকা পয়সার হিসাবে কতো টাকা থেকে কতো টাকা বাদ গেলে আর কতো টাকা থাকে সেসব হিসাব সাথে সাথে বলতে পাড়ি না। এরকম কিছু সমস্যায় পড়েছি তাই সরন শক্তি বাড়ানোর উপায় বা মেডেসিনের নাম বলুন?যেটা পরিক্ষিত বেশি কার্যকর সেসব কিছুর নাম বলুন।
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

দুরুদ সহ রাব্বি যিদনি ইলমা দোয়াটি বেশি বেশি পড়তে পারেন। হাফেজ রা কুরআন শরীফ মুখস্ত করার সময় এই আমলটিও করেন। শর্ত হল পূর্ণ আস্থা রাখতে হবে।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
আপনি ব্রাহ্মী বা ধুপকামিনি এর ফুল খেতে পারেন। এটি হচ্ছে প্লান্টাগিনাসি পরিবারের একটি উদ্ভিদ। এটি একটি ছোট গাছ। এটির কাণ্ড এবং পাতা রসালো হয়ে থাকে এবং এর ফুল বেগুনি সাদাটে। এটা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য খাওয়ানো হয়। তথ্যসূত্র দেখুন এখানে
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

আপনি নিয়মিত থানকুনি পাঁতার রস খেতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ