Call


সাদা পোশাক শান্তি, আন্তরিকতা, নিরাময় বা বিশুদ্ধতার প্রতীক। ডাক্তারদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আবশ্যক, যাতে রোগ সংক্রমিত না হয়। সাদা পোশাকে ময়লা লাগলে সহজে দৃষ্টি গোচর হয়। এজন্যই ডাক্তারগণ সাদা রঙের অ্যাপ্রোন পরেন। অপারেশন থিয়েটারে ডাক্তার গণ সবুজ রঙের অ্যাপ্রোন পরে থাকেন । অপারেশন থিয়েটারে ডাক্তারদের অনেক মনোযোগের সাথে কাজ করতে হয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন ওয়ার্নারের মতে, লাল রঙের কোন কিছুতে তাকানোর পর সবুজ রঙের উপর চোখ রাখলে দৃষ্টি আরও সংবেদনশীল হয়ে ওঠে (রক্তের রং লাল, আর অপারেশন থিয়েটার মানেই রক্ত) । তাছাড়া সবুজ রং আলাদা কোন রিফ্লেকশন তৈরি করে না, ফলে ডাক্তারদের চোখে ধাঁধা সৃষ্টি হয় না। আইনের ভাষা কাল অক্ষরে লেখা। কাল রং প্রতিবাদ, প্রতিরোধ ও ধৈর্যের প্রতীক। আইনজীবীগণ তাদের মক্কেলদের হয়ে কাজ করেন। কাল রং তাদের মধ্যে আস্থা ও প্রশান্তির ছাপ এনে দেয় । আইনজীবিগণ কাল গাউনের সাথে সাদা জামা পরেন। যা তাদেরকে শান্তি, আন্তরিকতা ও ন্যায়পরায়ণতার কথা স্মরণ করিয়ে দেয়। অনেক আগে থেকেই ডাক্তার ও আইন পেশার উন্মেষের সাথে সাথে এই দু’ধরণের পোশাকের প্রচলন শুরু হয়েছে।

( সংকলিত) 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ